নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩
বাংলাদেশ নারী ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪৪
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলছে দক্ষিণ আফ্রিকায়। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। এরই মাঝে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের এক ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ক্রিকেটার হলেন লতা মণ্ডল। অবিস্মরণীয় ব্যাপার হলো, লতাকে প্রস্তাব দিয়েছেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া তারই সতীর্থ খেলোয়ার সোহেলী আক্তার!
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি দুই বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ফোনালাপ ফাঁস করেছে। ফোনালাপে শোনা যায় সোহেলী লতাকে বলছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার যখন ইচ্ছা হবে ফিক্সিং করবে। যখন চাইবে না, করবে না। কোন ম্যাচে ফিক্সিং করবে, সেটা তোমার ব্যাপার। ধরো তুমি একটা ম্যাচে ভালো খেললে। তাহলে পরের ম্যাচে ফিক্সিং করতে পারো। তুমি স্টাম্প-আউট বা হিট উইকেট হতে পারো। যদি ২০-৩০ লাখের বিনিময়ে হিট উইকেট হতে অসুবিধা থাকে, তবে পাঁচ লাখ টাকার বিনিময়ে স্টাম্প-আউট হতে পারো। তোমার যদি এটা কম মনে হয়, তবে বলতে পারো।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত
তবে দক্ষিণ আফ্রিকায় থাকা ক্রিকেটার লতা মণ্ডল উত্তরে বলেন, ‘বান্ধবী আমি এগুলোর মধ্যে নেই। তুমি আমাকে এগুলো বলো না। এগুলো আমাকে দিয়ে কখনো হবে না। আমাকে এসব বলো না, প্লিজ।’ এরপর আইসিসির নিয়মানুযায়ী ফিক্সিংয়ের প্রস্তাবের কথা বিসিবিকে জানিয়ে দেন তিনি । বিসিবির পক্ষ থেকেও দ্রুত আইসিসির দুর্নীতি দমন শাখাকে অবহিত করা হয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট এসব ব্যাপার দেখে। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে এবং কোনটা করা যাবে না। যদি ফিক্সিংয়ের ব্যাপারে কোনো প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আইসিসির এসিইউকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়। একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু বলতে পারি না। এটা খুব সংবেদনশীল বিষয়।’
বিষয়: বাংলাদেশ নারী ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিট newsflash71 News Latest News Update News newsflash
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।