বিপিএল-২০২৩
বিপিএলের ফাইনাল আজ, চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল আজ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: ওজন কমাতে খালি পেটে যেসব খাবার খেতে পারেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার আপ দল পাবে এক কোটি টাকা।
এছাড়াও টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।
বিষয়: বিপিএল-২০২৩ চ্যাম্পিয়ন bpl
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।