বিপিএল-২০২৩

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০৫

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

বিপিএল নবম আসরের ফাইনালে শিরোপ জয়ে লড়াইয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা।

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব দিয়ে বিপিএলের সাত টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন তার দল। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কম যায় না। বিপিএলের সবচেয়ে সফল দলটির ঝুলিতে আছে তিনটি শিরোপা। বিপিএলের ইতিহাসে ফাইনালে গিয়ে এখন পর্যন্ত কোনোবারই হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রেকর্ডটা মাশরাফির ক্ষেত্রেও সমান প্রাসঙ্গিক। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি বিপিএলের ফাইনাল খেলে শতভাগ সফল সাবেক টাইগার অধিনায়ক।

এবারের বিপিএলে মোট তিনবার দেখা হয়েছে কুমিল্লা-সিলেটের। শেষ দেখায় সিলেটকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। তবে লিগ পর্বে প্রথম ম্যাচেই সিলেটকে হারের মুখ দেখিয়েছিল মাশরাফির দল। লিগের দ্বিতীয় ম্যাচে জিতেছিল সিলেট। তাই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে মাশরাফি-মুশফিকদের।

কুমিল্লা একাদশঃ লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।

সিলেট একাদশঃ তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top