বিপিএল-২০২৩

বিপিএলে চতুর্থ শিরোপা জয় কুমিল্লার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৫

বিপিএলে চতুর্থ শিরোপা জয় কুমিল্লার

সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবমিলিয়ে বিপিএলে এটি কুমিল্লার চতুর্থ শিরোপা।

ফাইনালে কুমিল্লার লক্ষ্য ছিল ১৭৬ রানে। ১৬ ওভার পর্যন্ত দুই দলেরই জয়ের সমান সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু রুবেল হোসেনের ১৭তম ওভারেই ঘুরে যায় খেলার মোড়। গুরুত্বপূর্ণ সে ওভারে ২৩ রান দিয়েছেন ডানহাতি এ বোলার। আর তাতে খেলার নিয়ন্ত্রণ চলে যায় কুমিল্লার হাতে। ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। কুমিল্লার হয়ে চার্লস ৫২ বলে ৭ চার আর ৫ ছক্কায় ৭৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দেন। ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন মঈন আলি।

এর আগে প্রথম ইনিংসে সিলেটের হয়ে বড় সংগ্রহ করেন শান্ত আর মুশফিক। শান্ত ৪৫ বলে ৯ চার আর ১ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ফেরেন মঈন আলির বলে। এরপর রায়ান বার্ল ১১ বলে ১৩, থিসারা পেরেরা ০ আর জর্জ লিন্ডে ৬ বলে ৯ রান করে ফিরে গেলে মুশফিক একাই হাল ধরেন। ৪৮ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top