বিপিএল ২০২৩
টানা তিন ম্যাচ হারলেও বিশ্বাসটা ছিল অক্ষুণ্ন: ইমরুল কায়েস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৪০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপা জিতলেন ইমরুল কায়েস। ইমরুলের তৃতীয় শিরোপা হলেও ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার শেষ রঙিন হলেও, শুরুটা ছিল একেবারে ধূসর। প্রথম তিন ম্যাচ হেরে এবারের বিপিএল মিশন শুরু করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
প্রথম তিন ম্যাচ হার দিয়ে শুরু করার পর ঘুড়ে দাড়ায় কুমিল্লা। একের পর এক জয়ে বিপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলে কুমিল্লা। আর অধিনায়ক হিসেবে কুমিল্লার হয়ে তৃতীয় শিরোপা জিতে ইমরুল কায়েস। টানা তিন ম্যাচ হারলেও বিশ্বাস হারায় নি দল। শিরোপা জয়ের পর এমনটায় জানালেন ইমরুল কায়েস।
আরও পড়ুন : বিপিএলে চতুর্থ শিরোপা জয় কুমিল্লার
ইমরুল বলেন, ‘আমরা তিনটি ম্যাচ হারার পরও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে যে কোয়ালিফাই করতে পারব বা এরকম কিছু। কিন্তু আমাদের ভেতর বিশ্বাসটা ছিল এবং আমরা দলের ভেতর যেভাবে কাজ করে থাকি, এটা অসাধারণ।’
ফাইনালে কুমিল্লার লক্ষ্য ছিল ১৭৬ রানে। ১৬ ওভার পর্যন্ত দুই দলেরই জয়ের সমান সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু রুবেল হোসেনের ১৭তম ওভারেই ঘুরে যায় খেলার মোড়। গুরুত্বপূর্ণ সে ওভারে ২৩ রান দিয়েছেন ডানহাতি এ বোলার। আর তাতে খেলার নিয়ন্ত্রণ চলে যায় কুমিল্লার হাতে। ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। কুমিল্লার হয়ে চার্লস ৫২ বলে ৭ চার আর ৫ ছক্কায় ৭৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দেন। ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন মঈন আলি।
এর আগে প্রথম ইনিংসে সিলেটের হয়ে বড় সংগ্রহ করেন শান্ত আর মুশফিক। শান্ত ৪৫ বলে ৯ চার আর ১ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ফেরেন মঈন আলির বলে। এরপর রায়ান বার্ল ১১ বলে ১৩, থিসারা পেরেরা ০ আর জর্জ লিন্ডে ৬ বলে ৯ রান করে ফিরে গেলে মুশফিক একাই হাল ধরেন। ৪৮ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।
বিষয়: বিপিএল-২০২৩ নবম আসর শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইমরুল কায়েস চ্যাম্পিয়ন newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।