বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দ্বিতীয় টেস্টেও ভারতের সহজ জয়

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০১

 দ্বিতীয় টেস্টেও ভারতের সহজ জয়

দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। সেই সঙ্গে বর্ডার-গাভাস্কার চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও অনেকটা এগিয়ে গেল তারা।

আরও পড়ুন: সোমবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে

দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। প্রথম ইনিংসে এক রানে পিছিয়ে থাকা ভারতের সামনে তাই লক্ষ্যটা দাঁড়ায় ১১৫ রানের।

১১৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ফেলেন রোহিতরা। শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পুজারা একপ্রান্ত আগলে রাখছিলেন ঠিকই। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩১ রান করে। তাঁর ৭৪ বলের ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারির মার। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে বাইশগজে ছিলেন শ্রীকর ভরত। উইকেটরক্ষকের ব্যাট থেকে এলো ২২ বলে ২৩ রান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top