ভারত সিরিজ শেষ হ্যাজেলউডের

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৪

জশ হ্যাজেলউড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চোট পাওয়া জশ হ্যাজেলউডকে রাখা হয়েছিল ভারত সিরিজে। তবে গোড়ালির পেছনের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি হ্যাজেলউড। ফলে ভারতের বিপক্ষে পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডানহাতি এ পেসারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সোমবার অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে রোনালদোর ইংল্যান্ডের বাড়ি

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জশ হ্যাজেলউড ছিটকে গেছে, সে দেশে ফিরে যাচ্ছে। ওয়ার্নারও শেষ টেস্টে চোট পান। এখানে আসার আগে আমাদের বৈঠক হয়েছিল। ডেভিকে নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই।’

দেশে ফিরে সিডনিতে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন হ্যাজেলউড। ৩২ বছর বয়সী পেসার গত দুই মৌসুম ধরেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই মাঠে ফেরেন। তবে সেখানে এসেই আবারওে ইনজুরির গ্যারাকলে পড়ে যান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top