ভারত সিরিজ শেষ ওয়ার্নারের
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫৭
ভারত সফরে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ইনজুরির সংখ্যা বাড়ছেই। দ্বিতীয় টেস্ট চলাকালেই হাতের কনুইতে চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিলো সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ এই ওপেনার।
দিল্লিতে দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় মোহাম্মদ সিরাজের বল হাতে লেগে মাথায় লেগেছিল তার। তখনই ওয়ার্নারের পরিকর্তে কনকাশন হিসেবে রেনশকে মাঠে নামানো হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল হাতের চোট খুব বড় নয়; কিন্তু পরে দেখা গেলো, হাড়ে চোট রয়েছে তার। প্রাথমিক পরীক্ষায় ফ্রাকশ্চার ধরা পড়েছে। যা সারতে সময় লাগবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জাতিসংঘের
সোমবার রাতেও ওয়ার্নার ভারতে থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন এবং বলেছিলেন, চেষ্টা করবেন তৃতীয় টেস্ট খেলবেন। কিন্তু পরবর্তী টেস্টে ফ্র্যাকশ্চার ধরা পড়ার পর আর তাকে ভারতে রাখা গেলো না। তাকে পাঠাতে হচ্ছে সিডনিতে।
এদিকে ওয়ার্নারের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ট্রাভিস হেড। তিনি ইনিংস ওপেন করবেন। দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে যেমন তাকে ওপেন করতে দেখা গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে যদিও মাত্র দু’বার ওপেন করেছিলেন তিনি।
বিষয়: ডেভিড ওয়ার্নার Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।