ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০০:৪৪

ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।

জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজটি শেষ হবে।

আরও পড়ুন: মেয়র’স কাপের লগো ও ট্রফি উন্মোচন করলেন সৌরভ গাঙ্গুলি

ওয়ানডে এবং টি২০ মিলিয়ে ৩৬ জনের বহর ইংল্যান্ডের। অগ্রবর্তী সদস্য হিসেবে নিরাপত্তা কর্মকর্তা আজই ঢাকায় পৌঁছেছেন। এভাবে পালা করে দুই সংস্করণের ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন।

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা তিনটা থেকে। দ্বিপাক্ষিক এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। টি-টোয়েন্টি সিরিজের জন্য অবশ্য এখনও দল দেয়নি টাইগাররা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top