ডিআরএস প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির ৫ বছরের চুক্তি 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৬

ডিআরএস প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির ৫ বছরের চুক্তি 

২০২৭ সাল পর্যন্ত ৫ বছরের জন্য ডিআরএস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বিসিবি। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। শুধু তাই নয়, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে ডিআরএস থাকবে।

তিনি আরও বলেন,  ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএস আনার। আরও চেষ্টা করেছিলাম ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়ে কাজ চালিয়ে নিতে। কিন্তু এখন এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ মেয়াদের চুক্তিতে যাচ্ছি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top