যে রেকর্ড গড়লেন শুভমান গিল!
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৩:৪২
ভারতের সুদর্শন তরুণ ওপেনার শুভমান গিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দ্যুতি কোরীয় যাচ্ছেন ব্যাট হাতে। চলমান বিশ্বকাপেও তার দিকে ছিল বিশেষ নজর। তবে আসর শুরুর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি প্রথম দুই ম্যাচ।
তবে এরপর টানা তিন ম্যাচ দলের হয়ে মাঠে নেমেই গড়ে ফেলেছেন রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে গেলো দিন মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলাকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ২০০০ রানের রেকর্ড নিজের নামে করে নিয়েছেন গিল।
রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গিল মাত্র ১৪ রান দূরে ছিলো কীর্তি গড়ার। আর মাঠে নেমে খেলেন ২৬ রানের ইনিংস তাতে ৩৮ ম্যাচে তার একদিনের এই ফরম্যাটে রান হয়ে যায় ২০১২। তারচেয়ে ২ ইনিংস বেশি খেলে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন আমলা।
বিষয়: শুভমান গিল ম্যাচ ডেঙ্গু রেকর্ড নিউজিল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।