ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার রেকর্ড!

ফারহানা মির্জা | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩, ১২:১৩

ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপে রানের মতো সেঞ্চুরির উৎসবও করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের বিশ্বমঞ্চে এক আসরে সবচেয়ে বেশি আটটি ব্যক্তিগত সেঞ্চুরির রেকর্ড এরই মধ্যে গড়ে ফেলেছে প্রোটিয়ারা।

সাত ম্যাচে কুইন্টাল ডি কক একা চারবার ৩ অংকের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এই বিশ্বকাপে সবচেয়ে এক্সসাইটিং ব্যাটিং লাইনআপ দক্ষিণ আফ্রিকার। দলটি খেলছেও দূর্দান্ত ক্রিকেট। টপ অর্ডার ব্যাটাররা সবাই আছেন দারুণ ফর্মে।

বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ দলীয় ইনিংস ৪২৮ রানের রেকর্ডও এই আসরে তারা গড়েছে শ্রীলংকার বিপক্সে। ঐ ম্যাচেই বিশ্বকাপে দলীয় ইনিংসে সবচেয়ে বেশি ৩ সেঞ্চুরির রেকর্ডটিও নিজেদের করে নিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। ৭ ম্যাচে যে ৫বার তারা আগে ব্যাটিং করেছে, সেখানে দলীয় ইনিংসে তিনশউর্ধ্বে রান করেছে। সব মিলিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে আগে ব্যাটিং করে টানা ৮ ম্যাচে তিনশউর্ধ্বে রান করেছে দক্ষিণ আফ্রিকা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top