হাত না মেলানোর কারণ জানালেন ম্যাথুজ
ফারহানা মির্জা | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩, ১৩:১৯
ম্যাচশেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো ক্রিকেটে সৌহার্দ্যপূর্ণ আচরণ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথুজের টাইমড-আউটের ঘটনাকে কেন্দ্র করে টাইগারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকেন লঙ্কান সব ক্রিকেটার। টিম টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটে হারের পর তারা সোজা চলে যান ড্রেসিংরুমে। ম্যাচ শেষে এমন কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন ম্যাথুজ। তিনি বলেন, ‘আপনি তাদেরই সম্মান করবেন, যারা আপনাকে সম্মান করে।’
ম্যাচ শেষে দুদলের খেলোয়াড় ও কোচিং প্যানেলের সদস্যরা সাধারণত একে অপরের সঙ্গে হাত মেলান, যা সৌজন্যতার অংশ। কিন্তু লঙ্কান ক্রিকেটাররা ক্ষোভ পুষিয়ে রেখে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং প্যানেলের কারোর সঙ্গেই হাত মেলাননি।
তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব টাইগারদের জয় নিশ্চিত করে যখন ফিরছিলেন, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য কোনো লঙ্কান ক্রিকেটারই এবার এগিয়ে যাননি। কুশল মেন্ডিস ম্যাচ হারের পর সতীর্থদের নিয়ে সোজা চলে যান ড্রেসিংরুমে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।