শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবারের বিপিএলের প্রথম কনকাশন সাব

রাশেদ রাসেল | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৪, ১৭:২৪

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান ব্যাটার দানুষ্কা গুনাথিলাকা ভালোই ব্যাটিং করছিলেন, ৩০ বলে ৪৬ রান তখন স্কোরবোর্ডে তার নামের পাশে। ঠিক পরের বলেই আঘাত পেয়ে মাঠ ছাড়লেন তিনি।

পেসার আল আমিনের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি দানুষ্কা গুনাথিলাকা। বল আঘাত করে তাঁর মুখের দিকের হেলমেটে। হেলমেটের আঘাতে গুনাথিলাকার ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখা যায়।

মাটিতে পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ফিজিওর শরণাপন্ন হন এই শ্রীলঙ্কান ব্যাটার। শেষ পর্যন্ত আর ব্যাটিং না করে মাঠ ছেড়ে যান।

ঘটনা ঘটে দুর্দান্ত ঢাকার ইনিংসের দ্বিতীয় ওভারে। তাঁর জায়গায় কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করতে নামেন স্বদেশি লাসিথ ক্রসপুল্লে।

এবারের বিপিএলের প্রথম কনকাশন সাব এটি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top