রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে মুশফিক-তামিমদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শক্ত অবস্থান নেয়ার ৭২ ঘন্টা না পেরোতেই নতুন মোড় নিয়েছে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা। শর্ত শিথিলের জন্যে নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অবশেষে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন নীতি থেকে সরে এসেছে শ্রীলঙ্কা।

তবে বাংলাদেশে এক সপ্তাহ আর দ্বীপদেশটিতে এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে টিম টাইগার্সকে। বিসিবির চাহিদা অনুযায়ী সামাজিক দূরত্ববজায় রেখে প্রথম সপ্তাহেই ব্যক্তিগত অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা।

এসএলসির নতুন পরিকল্পনা, টাইগারদের আইসোলেশন ক্যাম্প হাম্বানটোটায় করার। সেখানেই ১৮ থেকে ২০ অক্টোবর তিনদিনের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে।

ওই ম্যাচ শেষে প্রথম দুই টেস্টের ভেন্যু ক্যান্ডি গন্তব্য হবে টিম টাইগার্স এর। তবে হাম্বানটোটায় মাঠ থেকে ক্রিকেটারদের হোটেলের দূরত্ব বেশি হওয়ায়, গল কিংবা ডাম্বুলায় যেন বেজ ক্যাম্প করতে পারেন মুশফিকরা, এসএলসিকে প্রস্তাব দেবে বিসিবি। তাঁর আগে এখনও শ্রীলঙ্কার লিখিত জবাবের অপেক্ষায় বাংলাদেশ।

প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top