প্রকাশ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৬

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর থিম সং প্রকাশ পেয়েছে। ১০ দলের আসরের এবারের থিম সংয়ের নাম ‘হোয়াটএভার ইট টেইকস‘। গানটি লিখেছেন মিকি ম্যাকক্লারি, পার্থ পরেখ ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ। আইসিসির ইউটিউব পেজে গানটি প্রকাশ পেয়েছে। তবে ১ মিনিট ৪০ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপস্থিতি নেই।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ঝলক শুধু দেখানো হয়েছে মারুফা-রুমানার মতো কয়েকজন তারকাকে। তবে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে।

১ মিনিট ৪০ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি, যেখানে মেয়েদের টি-টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে। অথচ ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘চার-ছক্কা হই হই...’ পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, সেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে-প্রান্তরের দৃশ্য ছিল।

আইসিসির অফিশিয়াল ফেসবুক-ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে। বাংলাদেশের মারুফা আকতার ও রিতু মনিদের খানিকটা অংশে দেখা গেলেও মিউজিকের একাধিক দৃশ্যে ছিল ভারত- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচের অংশ। আগামী ৩ অক্টোবর শারজাতে স্কটল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top