শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

হঠাৎ মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন নিয়ে যা বললেন শান্ত

সুজন হাসান | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৯

সংগ্রহীত

ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ বিশ্বকাপে ভীষণ হতাশ করা এই ব্যাটারের এই সংস্করণ থেকে অবসরে যাওয়া নিয়ে এবার উঠেছে গুঞ্জন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিসিবি ও নির্বাচকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মাহমুদউল্লাহ।

পরিকল্পনায় যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা নিয়ে উঠছে প্রশ্ন। নতুনদের সুযোগ করে দিতে কি ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণে ইতি টানবেন রিয়াদ? ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগে দলের সিনিয়র তারকাকে নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর বলেন, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি। সামনের দিকে হবে কী না, এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই ‘

তখন ৩৮ পেরিয়ে যাওয়া মাহমুদউল্লাহর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু ওই নাজুক পারফরম্যান্সের পরও তিনি আছেন ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই দল নিয়ে নিজের ভাবনা জানান শান্ত, 'এ সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে, আমাদের খেলোয়াড়রা সবাই অন্য এক এপ্রোচে খেলছে। সবাই জেতার জন্যই খেলবে। আমার কাছে মনে হয়, এখানে যে খেলোয়াড়রা আছে, এর বাইরে আরও ৪-৫ জন যোগ হবে। এরাই হয়তো সামনে ২০২৬ বিশ্বকাপে খেলবে। তো আমার মনে হয়, এ সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রস্তুতিটা শুরু হবে।'

তাহলে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ভাবনায় আছেন মাহমুদউল্লাহ? তার সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা-কল্পনাও তো চলছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত এই প্রসঙ্গে বলেন, 'রিয়াদ ভাইয়ের ব্যাপারটা... অবশ্যই, আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। তো এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।'

সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহর অবসরে যাওয়ার ব্যাপারে আর কথা বাড়াতে চাননি শান্ত, 'এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি। কিন্তু হয়তো সামনের দিকে হবে কিনা...। এখন এই আলোচনায় যেতেও চাই না। কারণ, সিরিজ শুরু হচ্ছে।'

গুঞ্জন আছে, মাহমুদউল্লাহ দলে থাকায় সুযোগ মেলেনি শামীম হোসেন পাটোয়ারির। অথচ বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) হয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন শামীম। এমনকি ভারত সফরের আগে মিরপুরে হওয়া টি-টোয়েন্টি দলের প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে চার-ছক্কায় আলো ছড়িয়েছেন তরুণ এই ব্যাটার। অন্যদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি মাহমুদউল্লাহর কাছ থেকে। প্রস্তুতি ম্যাচেও রান পাননি তিনি। যদিও এখনোই মাহমুদউল্লাহ ও শামীমের মধ্যে তুলনায় যেতে চান না শান্ত। সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহর অতীত ভূমিকা নিয়ে।

শান্ত বলেন, ‘ভাই কার সাথে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ অনেক ম্যাচ হয়ত শেষ করে আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে উনার অনেক অবদান আছে। শামীম তরুণ, খুবই ভালো করছে। কিন্তু এই জায়গায় এখনই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দিবে। রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেনি এটা আমার কাছে একদমই ম্যাটার করে না।’

টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে হয়তো ইতি টানবেন ৫০ ওভার ক্রিকেটের। তবে ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টির ইতি টানবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top