বিপিএল ২০২৫ : কোন দলে কে?
Nasir Uddin | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশতম আসরের পর্দা উঠতে আর বাকি কয়েক দিন। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল আসর। মোট ৭টি দলের ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।
এই আসরেও খেলা হবে তিন ভেন্যুতে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুর পর ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ।
এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ফাইনাল ৭ ফেব্রুয়ারি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দলগুলোর পূর্ণ স্কোয়াড তালিকা :
রংপুর রাইডার্স :
রিটেইন : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান
ডিরেক্ট সাইনিং : মোহাম্মদ সাইফউদ্দিন, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ
ড্রাফট : নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান জুনিয়র, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
ফরচুন বরিশাল:
ডিরেক্ট সাইনিং : তাওহীদ হৃদয়, দাভিদ মালান, ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলি, খান জাহানদাদ
রিটেইন : তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
ড্রাফট : মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার
ঢাকা ক্যাপিট্যালস:
ডিরেক্ট সাইনিং : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, স্টেফান ইস্কিনাজি
ড্রাফট : লিটন দাস, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, সাইম আইয়ুব, আমির হামজা
দুর্বার রাজশাহী:
ডিরেক্ট সাইনিং : এনামুল হক বিজয়
লোকাল : তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ
বিদেশী: সাদ নাসিম, লাহিরু সামারাকুন
চট্টগ্রাম কিংস:
ডিরেক্ট সাইনিং : সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
ড্রাফট : শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, শেখ পারভেজ হোসেন, মার্শাল আইয়ুব, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস৷ গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল
খুলনা টাইগার্স :
ডিরেক্ট সাইনিং : মেহেদী হাসান মিরাজ
রিটেইন : আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, ওশানে থমাস
ড্রাফট : হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান জয়, জিয়াউর রহমান, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি
সিলেট স্টাইকার্স :
রিটেইন : তানজিম হাসান (৪০ লাখ), জাকির হাসান (২৫ লাখ)
ডিরেক্ট সাইনিং : জাকের আলী অনিক, পল স্টার্লিং, জর্জ মুনসি
ড্রাফট : মাশরাফি বিন মোর্তজা, রনি তালুকদার, আল আমিন হোসেন সিনিয়র, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়েল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।