বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রেকর্ড জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Nasir Uddin | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে জাকের আলির অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই সব উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন জাকের আলি। সিরিজ সেরা হয়েছেন মাহেদি হাসান।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছিল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল টাইগাররা।

শেষ খেলায় বল হাতে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ২ ওভারে ৭ রানে উইন্ডিজ হারায় ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই ব্রান্ডন কিংকে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ। পরের ওভারে অভিষিক্ত জাস্টিন গ্রেভসকে লং অনে ক্যাচ বানান শেখ মেহেদি হাসান।

এরপর জুটি গড়ার চেষ্টা করে উইন্ডিজ। এই জুটিও ভাঙেন সিরিজে দারুণ ছন্দে থাকা মেহেদি। নিচু হয়ে আসা বলে গায়ের জোরে লেগে ঘুরানোর চেষ্টায় বোল্ড হয়ে যান পুরান। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি। ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করেন পুরান।

রস্টন চেইসকে রানের খাতা খুলতে দেননি হাসান মাহমুদ। একই ওভারে ুরিশাদ হোসেন সরাসরি থ্রোয়ে রান আউট জনসন চার্লস। ১৮ বলে চারটি চারে ২৩ রান করেন এই ওপেনার।

খানিক পর রিশাদের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন শুরু থেকেই নড়বড়ে থাকা রভম্যান পাওয়েল। ১২ বলে অধিনায়ক করেন ২ রান। ৯.৫ ওভারে ৬০ রানে তাকেও হারিয়ে মহাবিপদে পড়ে স্বাগতিকরা।

রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোটির ২৬ বলে ৩৫ রানের জুটি জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। মোটিকে লং অফে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রিশাদ। একই ওভারে আলজারি জোসেফকে এক্সট্রা কাভাবে হাসানের হাতে ক্যাচ বানান এই লেগ স্পিনার।

পরের ওভারে শেষ বাধা শেফার্ডকে শিকারে পরিণত করেন তানজিম হাসান সাকিব। ২৭ বলে ৩ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন শেফার্ড।

এরপর ছিল বাংলাদেশের উৎসব শুরুর অপেক্ষা। পরের ওভারে ওবি ম্যাককয়কে বোল্ড করে সেই উপলক্ষ্য এনে দেন তাসকিন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দারুন পারফর্ম করেছে বাংলাদেশ। তৃতীয় টি-২০ তে সৌম্য সরকারের পরিবর্তে দলে আসা বাঁহাতি তরুন ওপেনার পারভেজ ইমনের সঙ্গে ক্যাপ্টেন লিটন দাশ শুরুটা ভালোই করেন।

লিটন ১০৮ স্ট্রাইক রেটে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেও পাওয়ার প্লেয়ের চমৎকার সুযোগ নিয়েছেন তরুন পারভেজ ইমন। ২১ বলে ১৮৫ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৯ রান।

জোসেফের বলে ইমন ক্যাচ আউট হওয়ার পর ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আরেক তরুন ব্যাটার তানজিদ তামিমও সুবিধা করতে পারেননি।

তবে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের হাল ধরেন মেহদী মিরাজ ও জাকের আলী অনিক। নিয়মিত সিঙ্গেল ও দুইরান নিয়ে জুটি স্থির করার পর দুজনেই হাত খুলে বোলারদের আক্রমণ করতে শুরু করেন।

মিরাজ ২৯ রানের পর ইনিংস আর বড় করতে পারেননি। তবে জাকের আলি ক্যারিয়ার সেরা ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অনবদ্য এই ইনিংসে ৩টি চারের পাশাপাশি ছিল ৬ টি ছক্কা ।

দ্বিতীয় টি২০র ম্যাচসেরা শামিম হোসাইনের ব্যাট আজ রানের দেখা না পেলেও জাকেরকে ভালো সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। ১২ বলে তিনি খেলেছেন ১৭ রানের দারুন এক ক্যামিও। দলগত ব্যাটিং দৃঢ়তায় বাংলাদশের সংগ্রহ দাঁড়ায় ১৮৯।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top