দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করলো ক্রিকেটাররা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩০
নিজস্ব প্রতিবেদক:
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে পূর্ব পরিকল্পনা মোতাবেক শনিবার দ্বিতীয় ধাপে প্রথম দিনের মতো জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
প্রথম দিনে মোট ১৮ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৪ ঘণ্টা পর পাওয়া প্রতিবেদনে জানা গেছে তাদের কারোর শরীররেই করোনার উপস্থিতি নেই। শনিবার করা দ্বিতীয় দিনের পরীক্ষায়ও ৯ ক্রিকেটারের সবাই উৎরে গেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) এখবর নিশ্চিত করেছে বিসিবি।
এদিকে করোনা পরীক্ষায় উত্তীর্ণদের এক সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্যে রোববার টিম হোটেল সোনারগাঁওয়ে উঠার কথা রয়েছে।
আবাসিক ক্যাম্পের পুরো সময় ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা থাকবেন বিসিবি’র প্রস্তুতকৃত জৈব সুরক্ষা বলয় এর মধ্যে। টিম হোটেল ও অনুশীলন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বলয় তৈরি করা হয়েছে।
হোটেল থেকে ক্রিকেটারদের মাঠে যাতায়াতের জন্য নির্দিষ্ট থাকছে দুটি বাস। বাসের দুজন চালকের করোনা পরীক্ষা করে ইতোমধ্যেই তাদের আইসোলশনে রাখা হয়েছে।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।