বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পিতৃত্বকালীন ছুটি চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জানা গেছে, শিগগিরই ৩য় সন্তানের মুখ দেখতে চলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যেতে চান তিনি। ফলে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করতে হচ্ছে তাকে। আর এজন্য ছুটি চেয়ে বিসিবি কাছে আবেদন করেছেন তিনি। অর্থাৎ, আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেও সরে দাঁড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, '(সন্তানসম্ভবা) স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফরের সময়টা ছুটিতে থাকতে চেয়ে তার (সাকিবের) আবেদনপত্র পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। '

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে বাঁ পাশের কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top