১০ হাজারি ক্লাবে প্রথম নারী ক্রিকেটার মিতালিকে পেলো ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ২১:০১
ভারতের জাতীয় নারী দলের অধিনায়ক ও দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শুক্রবার ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়েছেন মিতালি রাজ।
ভারতের হয়ে ২১২তম ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন মিতালি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের ৩য় ম্যাচে মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে নাম লেখান মিতালি।
১০ টেস্টে ৫১ গড়ে মিতালির রান ৬৬৩, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৪। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন ৮৯টি।
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রহকারীর তালিকায় মিতালি আছেন শার্লট এডওয়ার্ডসের পরে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।