বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন কিউই কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ২২:০২

সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, বাংলাদেশ রীতিমতো ধরাশায়ী হয়েছে স্বাগতিক দলের কাছে।

আগে ব্যাট করে ৮ উইকেটের বড় ব্যবধানে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে টাইগাররা। প্রায় ৩ বছর পর ১৫০ রানের কমে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে এত সহজ জয় পাওয়ার পরেও, সিরিজের বাকি অংশে বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেড কোচ গ্যারি স্টিড। তিনি মনে করেন, যেকোনোসময় ঘুরে দাঁড়াতে পারে তামিম ইকবালের দল। তবে কিউই কোচ দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নিতে চান।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যমে স্টিড বলেছেন, "প্রথম ম্যাচে আমরা দারুণ খেলেছি। শুরুটা ভালো করা সবসময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বোলিং পারফরম্যান্স যেমন ছিল। পরে ব্যাট হাতেও আমরা একটা বার্তা দিতে পেরেছি। আমরা আশা করব ধারাবাহিকতা ধরে রাখতে। একইভাবে প্রস্তুত থাকব, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে"।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top