ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ২১:১৪
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশে শিশু অধিকার প্রচারের জন্য কাজ করবেন দেশের জনপ্রিয় এই অভিজ্ঞ ক্রিকেটার।
রোববার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি ইউনিসেফ শুভেচ্ছাদূত হিসেবে মুশফিকুর রহিমের নাম ঘোষণা করে।
শুভেচ্ছাদূত মনোনীত হওয়ার পর মুশফিক জানান, তিনি সাধ্যমতো তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
“শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ-দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।”
ইউনিসেফ তাদের বিবৃতিতে জানায়, ইউনিসেফের জাতীয় দূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত করে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তা করবেন। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করবেন তিনি।
২০১৩ সাল থেকে দেশে শিশুদের অধিকার প্রচারের জন্য ইউনিসেফের সঙ্গে জাতীয় দূত হিসেবে কাজ করে আসছেন সাকিব আল হাসান। এছাড়া, ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন মিরাজ।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।