লর্ডস টেস্টের তৃতীয় দিনও ভেসে গেল বৃষ্টিতে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২১, ২১:৪৯
লর্ডস টেস্টের তৃতীয় দিনেও মাঠে গড়াল না একটি বল। ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচের তৃতীয় দিন পুরোটাই ভেসে গেল বৃষ্টিতে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়তে থাকে ধীরে ধীরে। একটা সময় বৃষ্টি অনেক বাড়লে দিনের খেলার কোনো সম্ভাবনা দেখেননি আম্পাররা। লম্বা সময় অপেক্ষার পর বিকেল সাড়ে চারটার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পাররা।
২ উইকেটে ১১১ রান নিয়ে দিন শুরু করার কথা ছিল ইংল্যান্ডের। ৫৯ রানে ওপেনার ররি বার্নস ও ৪২ রানে অধিনায়ক জো রুট আছেন অপরাজিত। নিউ জিল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে আছে ২৬৭ রানে। এর আগে অভিষিক্ত ডেভন কনওয়ের ইতিহাস গড় ডাবল সেঞ্চেুরিতে ৩৭৮ রান করে অতিথিরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।