বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১২:৩৩

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কয়েক মাস ধরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মন্দাভাব চলছে। এ কারণে তেলের উত্তোলন কমানোর পদক্ষেপ নিয়েছে জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী দেশসমূহের জোট ওপেক প্লাস; কিন্তু এরপরেও মন্দাভাব কাটছে না।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রয়টার্সের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত বিশ্ববাজারে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ১ দশমিক ৮৮ ডলার কমে হয়েছে ৮৭ দশমিক ৩৭ ডলার। আর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম এক দশমিক ৬১ মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৯৭ ডলার।

শতকরা হিসেবে এই দিন ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ওএএনডিএ’র সিনিয়র বাজার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া বরাতে জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ চলছে। এতে ওপেক প্লাসের উৎপাদন কমানোর কিছু ছিল না। তবে প্রত্যাশা অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি মোটেই ভালো নয়, যেটি অপরিশোধিত তেলের দামের সমস্যা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top