এখনো একই পরিবার আমির খান ও কিরন রাও
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০১:৩০
![এখনো একই পরিবার আমির খান ও কিরন রাও](https://newsflash71.com/uploads/shares/2021/aamir-khan-kiran-rao-2021-07-06-16-24-42.jpg)
বিচ্ছেদের সিধান্ত নিয়েও এখনো একই পরিবারের অংশ আমির খান ও তার প্রাক্তন স্ত্রী কিরন রাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এমনটি ই বলে তারা।
ভিডিওতে আমির বলেন, 'আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিচ্ছেদের সংবাদটি হয়তো সবাইকে বিচলিত করেছে হতবাক করেছে। তবে আমরা বলতে চাই যে আমরা খুব খুশি এবং এখনও একটি পরিবার হয়ে রয়েছি আমরা। আমাদের সম্পর্কের পরিবর্তন হয়েছে তবে আমরা এখনও একসাথে। সকলকে অনুরোধ করব আমাদের জন্য প্রার্থনা করুন যেন আমরা সর্বদা সুখী থাকি।'
বিয়ের ১৫ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। এই ৩ জুলাই আমির ও তার স্ত্রী কিরণ রাও একটি যৌথ বিবৃতিতে তাদের ১৫ বছর বিবাহের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা দেন। তারপর থেকেই রীতিমতো হৈ চৈ শুরু হয় সিনেমাপ্রেমীরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।