বৃহঃস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সিনেমা হল কিনলেন নির্মাতা কোয়ান্টিন তারান্টিনো

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ২২:৫৮

সিনেমা হল কিনলেন নির্মাতা কোয়ান্টিন তারান্টিনো

অস্কার বিজয়ী লেখক-পরিচালক কোয়ান্টিন তারান্টিনো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দুটি প্রেক্ষাগৃহ কিনে নিয়েছেন। সোমবার (৫ জুলাই) সোমবার ড্যাক্স শেপার্ড এবং মনিকা প্যাডম্যান আয়োজিত একটি পডকাস্টে তিনি এ কথা বলেন।

করোনার কারণে বর্তমানে তার দুটি প্রেক্ষাগৃহই আপাতত বন্ধ রয়েছে। তবে বছরের শেষ দিকে পুরোদমে সিনেমা হল দুটি চালু করার কথা জানিয়েছেন তিনি। তারাান্টিনো আরও জানান, 'আমি সর্বশেষ ভিস্তা প্রেক্ষাগৃহটি কিনেছি। চলতি বছরের বড়দিনের আশেপাশের কোনো এক সময়ে হলটি চালু করব বলে আশাবাদ পোষণ করছি। আমার আরও একটি প্রেক্ষাগৃহ দ্য নিউ বেভারির নিজস্ব স্বকীয়তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালের জানুয়ারিতে কোয়ান্টিন তারান্টিনো 'রিজারভয়ার ডগস' নামক চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি সৃষ্টি হলেও, আসলে তার পরিচালনা এবং অভিনয় জীবনের শুরু ১৯৮৭ সালে 'মাই বেস্ট ফ্রেন্ডস বার্থডে' ছবির মাধ্যমে। সম্প্রতি তিনি তার নিজের লেখা বই ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর প্রচারে নেমে নিজের অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top