বৃহঃস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ফের মা হতে চলেছেন 'ব্ল্যাক উইডো'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ০৬:২৫

ফের মা হতে চলেছেন 'ব্ল্যাক উইডো'

ব্ল্যাক উইডো চরিত্র খ্যাত পেয়েছেন স্কারলেট জোহানসন আবারো ম্যা হতে যাচ্ছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে স্কারলেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছে পেজ সিক্স। সবকিছু ঠিক থাকলে স্বামী কলিন জোস্টের সাথে এটা এই অভিনেত্রীর প্রথম সন্তান।

জানা গেছে, ‘স্কারলেট খুব শিগগির মা হবেন। তিনি ও কলিন এ ব্যাপারে খুবই উচ্ছ্বসিত।’ এই জুটির ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘স্কারলেট অন্তঃসত্ত্বা কিন্তু এ ব্যাপারে মুখ বন্ধ রেখেছেন। এখন নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন তিনি।’ যদিও জুনে স্কারলেটের মা হওয়ার গুঞ্জনটি জোরালো হয়।

এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ব্ল্যাক উইডো’। কিছুদিন পরেই এটি মুক্তি পাবে। কিন্তু শুধু ভার্চুয়ালভাবে সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন তিনি। এছাড়া সম্প্রতি জিমি ফ্যালনের ‘টুনাইট শো’-তে অংশ নিয়েছেন স্কারলেট। এতে শুধু তার কাঁধ পর্যন্ত দেখা গেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top