বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

ভক্তদের কাছে শিল্পার অনুরোধ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০৪:০০

ভক্তদের কাছে শিল্পার অনুরোধ

১৪ বছর পর বড় পর্দায় ফিরতে শিল্পা শেট্টিকে পোহাতে হচ্ছে অনেক ভোগান্তি। স্বাম রাহ কুন্দ্রার গ্রেফতারির বিতর্ক তার আসন্ন ছবিতে ফেলতে পারে প্রভাব। সেই আশঙ্কা থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে দর্শকদের কাছে করলেন বিশেষ আর্জি শিল্পার।

স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেন অভিনেত্রী। তাও তার আসন্ন সিনেমা 'হাঙামা২' এর পোস্টার। শুক্রবার 'হাঙ্গামা ২'-র পোস্টার পোস্ট করে শিল্পা বলেন, ‘আমি যোগে বিশ্বাস করি এবং অনুশীলন করি, যোগায় বলা হয়, বর্তমানই জীবন। হাঙ্গামা ২-এর গোটা টিম মিলে অসম্ভব খেটে এই ছবিটা বানিয়েছে এবং এই ছবিটার সমস্যায় পড়া উচিত নয়। এই ছবিটা নষ্ট হতে পারে না’।

দর্শকদের কাছে অনুরোধ করে তিনি বলেন, 'আমি সকলের কাছে জোড় হাতে আবেদন জানাচ্ছি, এই ছবির সঙ্গে অনেকের স্বার্থ যুক্ত, অনেকে জুড়ে রয়েছেন। পরিবারের সঙ্গে বসে হাঙ্গামা ২ দেখুন, এবং মন খুলে হাসুন।

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর বিতর্কের কারণে ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে অনুপস্থিত শিল্পা। সেই কারণে তাঁর ছবি মুক্তি পাবে কিনা সেই নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু রাজ বিতর্ক দূরে সরিয়ে ১৪ বছর পর শিল্পার সিনেমা 'হাঙ্গামা ২' ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top