করোনা টিকা নিলেন অপূর্ব

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০৪:৫১

করোনা টিকা নিলেন অপূর্ব

শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে শোবিজ অঙ্গনের অনেক তারকাই টিকা নিয়েছেন। এবার টিকা নিলেন অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ‌্যায় অপূর্ব তার ভেরিফায়েড ফেসবুকে টিকা গ্রহণের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ জানা গেছে, নগরীর একটি হাসপাতালে উপস্থিত হয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন তিনি।

গেল বছরের ২ নভেম্বর করোনা পজিটিভ আসে অপূর্ব। বেশ গুরুতর ভাবে অসুস্থ হয়ে আইসিইউ তেও ছিলেন তিনি। চিকিৎসকরা জানান, করোনাভাইরাসে অপূর্বর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।

এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে ৩ নভেম্বর নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। আটদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেন এই অভিনেতা

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top