২৫ বছর পর অনু মালিকের চুরি ধরা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ০৩:৪৪
অনু মালিকের বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগও নতুন নয়। তাই বলে একটা দেশের জাতীয় সংগীতের সুর চুরি করবেন তিনি এমনটা হয়তো কেউ ভাবেনি।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের ফ্লোর এক্সারসাইজে ১ আগস্ট সোনা জিতে নিয়েছেন ইসরায়েলের আরতেম দলগোপিয়াত। ২০০৪ সালের পর এই প্রথম কোনো ইভেন্টে সোনা জিতল ইসরায়েল। সোনা জেতা দলগোপিয়াত পদক গলায় নেওয়ার পর বেজে ওঠে ইসরায়েলের জাতীয় সংগীত। আর গানটি বাজতেই খটকা লাগে ভারতের অনেক দর্শকের।
ব্যস অনুসন্ধান করে বের হয়ে গেল ২৫ বছর চেপে থাকা এই চুরির তথ্য। ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ‘দিলজালে’ ছবির ‘মেরা মুলক মেরা দেশ’ শিরোনামের গানের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায় ইসরায়েলের জাতীয় সংগীতের সুরটি।
কথায় বলে, 'চোরের দশদিন গৃহস্থের একদিন'। সেই একদিনের সামনে এখন আনু মালিক। ট্রলের বন্যায় ভেসে যাচ্ছেন তিনি। তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।