দিল্লি হাইকমিশনে প্রদর্শিত হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ০৩:৪০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'। দিল্লি হাইকমিশনে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে ৮ আগস্ট।
শনিবার (৭ আগস্ট) হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের বরাতে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। শান্ত খান ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। আর প্রার্থনা ফারদিন দীঘি অভিনয় করেছেন বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে।
ছবির নায়ক শান্ত খান বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা আয়োজন করছে। সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। এটি আমার জন্য দারুণ আনন্দের একটি ব্যাপার।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শেখ মুজিবুর রহমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।