প্রেমের প্রস্তাব প্রথ্যাখান; অভিনেত্রীকে কোপালো প্রযোজক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০২:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় অভিনেত্রী মালভি মালহোত্রাকে এলোপাতাড়ি কোপিয়ে মারাত্নকভাবে জখম করলেন ভারতীয় প্রযোজক যোগেশকুমার মহিপাল সিংক।
মুম্বাইয়ের ভারসোভায় গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করেন।
বছরখানেক আগে একটি তামিল সিনেমা করতে গিয়ে যোগেশের সঙ্গে মালভির পরিচয়। পরিচয়ের সূত্র ধরে একটি মিউজিক ভিডিওর মিটিংয়েই মালভিকে প্রেমের প্রস্তাব দেন যোগেশ। এতে বিব্রত হয়ে পড়েন মালভি প্রস্তাবে সম্মতি না দিয়ে ওই প্রকল্প থেকেই সরে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন মালভি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানা, যোগেশ প্রায় তাকে ফোনে বিরক্ত করতো। একপর্যায়ে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগেশকে ব্লক করে দেন তিনি। কিন্তু যোগেশ তাকে নতুন নতুন নম্বর থেকে ফোন করতো।
ঘটনার দিন সন্ধ্যায় মালভি মুম্বাইয়ের আন্ধেরির সেভেন বাংলোস ক্যাফেতে মিটিং শেষে হেঁটে নিজের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা গাড়ি এসে তার পথ আটকে দেয়। গাড়ি থেকে নেমে যোগেশ কুমার পুনরায় প্রেমের প্রস্তাব দেন। এসম মালভি রাজি না হওয়ায় ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। দুই হাত দিয়ে মুখ বাঁচাতে গেলে তার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছুরির আঘাত পাকস্থলীতে দেড় ইঞ্চি গভীরে ঢুকেছে বলে জানান মালভি মালহোত্রা।
ইতিমধ্যে মালভির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। টুইটারে তিনি লিখেছেন যাঁরা ছোট শহর থেকে এসে সংগ্রাম করে, তাদের সঙ্গেই এমন হয়। মালভি, আমি তোমার পাশে আছি। এই জঘন্য ঘটনার বিচার চাই।
এনএফ৭১/এবিআর/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।