দীপিকার জায়গায় এলেন প্রিয়াঙ্কা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ০০:২৬
গেল এপ্রিলে মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ (এমএএমআই)- এর চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়ান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জায়গা পূরণ করতে এই পদে এখন বসবেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই পদের জন্য মনোনীত করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। এছাড়া এর ট্রাস্টি বোর্ডে রয়েছেন— নীতা এম আম্বানি (সহ-চেয়ারপারসন), অনুপমা চোপড়া (উৎসব পরিচালক), অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ইশা আম্বানি, কবির খান, কৌস্তুভ ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবাতি, রিতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ ও জো য়া আখতার।
এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, 'জিও এমএএমআই ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন পদ পেয়ে আমি গর্বিত। এই টিমের নারী সদস্যদের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। নতুন চিন্তাধারা দিয়ে এই উৎসবকে বিশ্বের সামনে একটি মর্যাদাপূর্ণ জায়গা দেওয়ার জন্য খুব উচ্ছ্বাসের সঙ্গে কাজ শুরু করেছি। পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যালকে পরবর্তী ধাপে নিতে চাই।'
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।