বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনায় প্রাণ হারালেন প্রযোজক দিলু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৯:০০

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ দিন আগে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কোভিড-১৯ পরীক্ষা করানো হলে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ রাখা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

মঙ্গলবার বাদ আসর নগরীর বারিধারা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top