নতুন কুঁড়ি’ অনুষ্ঠান পুনরায় চালুর নির্দেশ তথ্যমন্ত্রীর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শিশু কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেইজে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান পুনরায় চালু করার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতি চর্চা অপরিহার্য। শিশুপ্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি আবার চালু করতে নির্দেশ দেয়া হয়েছে।
১৯৬৬ সালে প্রথম যাত্রা শুরু করেছিল নতুন কুঁড়ি। তখন স্বল্প পরিসরে সরাসরি সম্প্রচার করা হতো। তখন মুলত শিশু/কিশোরদের মেধা অনুসন্ধান কার্যক্রম বলতে যা বোঝায় সেই রকম কার্যক্রম হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচার হতো না।
শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত। মাঝে অনেক দিন বন্ধ থাকলেও আবার শুরু হচ্ছে অনুষ্ঠানটি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নতুন কুঁড়ি বাংলাদেশ টেলিভিশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।