সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০৫:৩৬

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা যাচ্ছে, সেখানে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন রজনীকান্ত। তারপরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে অভিনেতার পরিবারবর্গের তরফে।

রজনীকান্তের এক ঘনিষ্ঠ আত্মীয় সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতা ভাল আছেন। আপাতত হাসপাতালে বিশ্রাম করছেন তিনি।

রজনীকান্তের ছবি ‘আন্নাথে’র মুক্তির আগেই সম্ভবত তাঁকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর রুটিন চেকআপ হয় রজনীকান্তের। সেই সূত্রেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্ভবত চারদিন সেখানেই থাকবেন তিনি। নানান পরীক্ষা নিরীক্ষার পরেই ছাড়া হবে তাঁকে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top