নতুন রূপে অপু-নিরব
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৬:২১

বিনোদন ডেস্ক:
অনুপম কথাচিত্রের প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিত ছবি ‘ছায়াবৃক্ষ’এর দৃশ্য ধারণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া চা-বাগানে গত ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্য ধারণের কাজ। এই ছবির মাধ্যমে এবারই প্রথম জুটি বেঁধেছেন অভিনেতা নিরব ও অপু বিশ্বাস।
ছবির বেশ কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে চা-শ্রমিকের লুকে দেখা যাচ্ছে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকা নিরব এবং অপু বিশ্বাসকে। অভাবী শ্রমিকের রূপ নিতে রোদে পুড়ে কালচে রং ধারণ করা তাদের ব্যতিক্রমী এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক প্রশংসা পাচ্ছে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, ‘আরও দুই সপ্তাহ রাঙ্গুনিয়ার কোলাদা চা-বাগানে পুরো ইউনিটের শুটিং চলবে। পাহাড়ের কোল ঘেঁষে উঁচু-নিচু চা-বাগানের শ্রমিক হিসেবে বিভিন্ন দৃশ্যের শুটিং করছেন সবাই।’
তিনি আরও জানান, ‘এই ছবির নায়িকা তুলি চরিত্রের জন্য প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন অপু বিশ্বাস।’
চা-বাগানের শ্রমিকদের জীবন প্রণালি ধরা দেবে ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে। নিরব-অপু ছাড়াও ‘ছায়াবৃক্ষ’ ছবিতে আরও অভিনয় করেছেন অনুপ বড়ুয়া, নওশাবা, সুমিত সেন গুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। ছবির সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।