কৃষকদের রোষানলে ‘সূর্যবংশী’
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০৫:২৫
মুক্তির পরই চমকে দিয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’। প্রথম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি। কিন্তু শনিবার (৬ নভেম্বর) কৃষকদের রোষানলে পড়ে সিনেমাটি। পাঞ্জাবের হোশিয়ারপুরের সিনেমা হলগুলোতে এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে কৃষকরা।
জেলা সভাপতি শরণ ধুগ্গার নেতৃত্বে ভারতী কিষান ইউনিয়নের ব্যানারে অক্ষয় কুমারের সিনেমা প্রদর্শনী বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কৃষকরা। শহিদ উধম সিং পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এগিয়ে যায় স্থানীয় একটি সিনেমা হলের দিকে। সেখানেই তারা সিনেমা হল কর্তৃপক্ষকে ‘সূর্যবংশী’ প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করেন। এমনকী সিনেমা হলের বাইরে টানানো পোস্টারও ছিঁড়ে ফেলেন। পাশাপাশি তারা এও জানান, যতদিন না কৃষি আইন প্রত্যাহার করবে কেন্দ্র সরকার, ততদিন অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবাদী কৃষকরা জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে সমর্থন করেননি অক্ষয় কুমার। আর এ কারণে অক্ষয় কুমারের সিনেমার প্রদর্শনী রুখে দিয়েছেন তারা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ‘সূর্যবংশী’ suriyavanshi
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।