হাসপাতাল ছাড়লেন অপূর্ব
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৮:৩৫

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আটদিন করোনার সাথে লড়াই করে হাসপাতাল ছাড়লেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন।
বুধবার(১১ নভেম্বর) দুপুরে হাসপাতাল ছাড়েন বলে জানান নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। করোনায় আক্রান্ত হয়ে এতদিন বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপূর্ব।
হাসপাতালের চিকিৎসকরা জানান, করোনা অপূর্বর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। পড়ে ৪ নভেম্বর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
প্রসঙ্গত, ২ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষা করার পর অপূর্বের রিপোর্ট পজিটিভ আসে। পড়ে শরীরিক অবস্থার অবনতি হলে গত ৩ নভেম্বর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।