পরীমনি যখন অ্যাডভাইজার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ২১:০৪
বিনোদন প্রতিবেদক:
ধূমকেতু ছবি খ্যাত নির্মাতা শফিক হাসান এবার বাস্তব ধর্মী ঘটনা অবলম্বনে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যেখানে ঢাকাই চলচ্চিত্রের হিট নায়িকা পরীমনিকে অ্যাডভাইজারের চরিত্রে দেখা যাবে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক শফিক হাসান নিজেই।
তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে সবাই কাজে ফিরছে, তাই তিনিও তার কাজ গুলো শুরু করতে চাইছেন।
ইতমধ্যই তার নতুন সিনেমার একটি গানের রেকর্ডিং শেষ হয়ে গেছে। পরীমনির চরিত্রটি সম্পর্কে তিনি বলেন এটি খুবই অসাধারণ একটি চরিত্র। বর্তমান সমাজ কে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনীটি।
তিনি আশা করেন এই ভিন্ন ধর্মী ছবিটি দর্শকদের ভালো লাগবে। তবে ছবিটির শুটিং কবে নাগাদ শুরু করা হবে তা তিনি জানাননি।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।