ভেঙে দেয়া হয়েছে প্রযোজক সমিতির বর্তমান কমিটি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:০৫
বিনোদন প্রতিবেদক:
প্রযোজক ও অভিনেতা জায়েদ খানের করা অভিযোগ প্রমাণের ভিত্তিতে বাংলাদেশের চলচিত্র প্রযোজক সমিতির বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেয়া আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন দুটি ছিল, প্রথমত অবৈধ প্রমাণিত হওয়া প্রযোজক সমিতির বর্তমান কমিটি ভেঙে প্রশাসক বসানো। দ্বিতীয়ত, প্রযোজক ও অভিনেতা জায়েদ খানের সদস্য পদ স্থগিত করার বিষয়টি অবৈধ ঘোষণা করে তাকে সাধারণ সদস্য হিসেবে তার কাজে কোন রকম বাধা না দেয়া।
প্রসঙ্গত, প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে অভিনেতা জায়েদ খানের অভিযাগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বর্তমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।