নজর কেড়েছে বজরঙ্গি ভাইজানের ছোট্ট ‘মুন্নি’

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৭:৪৪

বিনোদন ডেস্ক:

বলিউডে ২০১৫ সালে মুক্তি পায় সালমান খান-কারিনা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’। সেখানে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পায় ছোট্ট মুন্নি। যেখানে অভিনয় করেছিল ফুটফুটে পুতুলের মতো ছোট্ট মেয়ে হরশালি মালহোত্রা।

মূলত মুন্নিকে নিয়েই ছিল ছবির গল্প। যাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বজরঙ্গি ভাইজান জীবন বাজি রাখেন।

সেই মুন্নি সম্প্রতি আবারও ভক্তদের আলোচনায়! ইনস্টাগ্রামে দিওয়ালি উপলক্ষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন হরশালি মালহোত্রা। তা নিয়েই যত আলোচনা।

সিনেমায় যে ছোট্ট মিষ্টি হরশালিকে দেখা গিয়েছিল, সময়ের হাত ধরে সে এখন বেশ পরিণত। ফলে অতীতের ছবি মেলাতে গিয়ে বর্তমানের মুন্নিকে দেখে অনেকেই অবাক হয়েছেন। ইনস্টাগ্রামে তো অনেকে বিশ্বাসই করতে চাননি যে এই সেই মিষ্টি মেয়েটি।

ছবিতে লালা চুড়িদারে হরশালিকে মিষ্টি হাসির ছোঁয়ায় দেখা যায়। রঙ্গোলীর সামনে প্রদীপ জ্বালিয়ে সবাইকে হ্যাপি দিওয়ালি জানিয়েছেন হরশালি।

শুধু দিওয়ালিই নয়, ভাইফোঁটাতেও ভাইয়ের সঙ্গেও ছবি শেয়ার করেছে হরশালি। হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন।

এনএফ৭১/কেবিএ/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top