মাসুদ রানার পর্দাসঙ্গিনী হচ্ছেন পূজা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৪:২৬

বিনোদন প্রতিবেদক:

অনেক জল্পনা-কল্পনার পর নির্বাচন করা হয়েছে তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা ছবির নায়িকা। এ ছবিতে মাসুদ রানার পর্দাসঙ্গিনী হিসেবে বেছে নেয়া হয়েছে এ প্রজন্মের মেধাবী ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী পূজা চেরীকে।

এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ট একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে।

তবে এ ছবির পরিচালক সৈকত নাসির বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। কারন এ ছবির শিল্পী নির্বাচনের সঙ্গে তিনি জড়িত নয়। শিল্পী নির্বাচনের বিষয়টি দেখাশোনা করছে এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে নায়িকা যেই হোক, তার জন্য শুভকামনা করে তিনি বলেন পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’-কে নিয়ে সফল জার্নি হবে আমাদের।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top