তৃতীয়বারও বর্ষসেরা টেইলর সুইফট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৯:৪৩

বিনোদন ডেস্ক:

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে টানা তৃতীয়বার বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন টেইলর সুইফট। পাশাপাশি এই সংগীত তারকা প্রিয় মিউজিক ভিডিও ও প্রিয় পপ-রক নারী শিল্পীর পুরস্কারও বাগিয়ে নিয়েছেন বিষয়টি নিশ্চত করেছেন এনবিসি নিউজ।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এ বছরও জাস্টিন বিবার, পোস্ট মেলোনি ও রোডি রিচির মত বড় তারকাকে পেছনে ফেলে সেরার মুকুট পান টেলর। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

অনুষ্ঠানের জন্য তৈরি এক ভিডিও বার্তায় টেলর বলেন,‘আমি দুঃখিত যে, এমন চমৎকার আয়োজনে হাজির হতে পারলাম না। আমি আসলে আমার পুরনো সব গান পুনরায় রেকর্ড করছি।’

প্রসঙ্গত, টেইলর সুইফটের প্রথম ছয় অ্যালবাম প্রকাশিত হয়েছিল বিগ মেশিন লেভেল থেকে। প্রতিষ্ঠানটির মালিক স্কুটার ব্রোন চলতি মাসে অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেন এগুলোর মাস্টার রাইটস । কিন্তু বিষয়টি গ্রহণ করেননি সুইফট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টেইলর সুইফট বিষয়টি স্বীকার করে জানান, নতুন ক্রেতাদের সাথে তিনি আর কাজ করবেন না এবং ভালো অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করবেন। সেই কাজেই ব্যস্ত আছেন সুইফট।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top