ফের বিয়ের পিড়িতে উত্তম কুমারের নাতি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৮:১৩

বিনোদন ডেস্ক:
টলিউডে বিয়ের ধুম পড়েছে। ছোট এবং বড়পর্দার একাধিক তারকা বিয়ে করতে যাচ্ছেন। সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যয়ের নাম। তার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নৃত্যশিল্পী দেবলীনা কুমারকে বিয়ে করতে যাচ্ছেন গৌরব। লকডাউনের মধ্যেই তাদের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সে গুঞ্জন সত্যি হতে চলছে। আগামী ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন গৌরব।
২০১৩ সালে অনিন্দিতা বসুকে বিয়ে করেছিলেন গৌরব। তিন বছর পর বিচ্ছেদ ঘটে তাদের। অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দেবলীনার সঙ্গে প্রেম করছেন গৌরব। ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু করোনার কারণে তা বাতিল করা হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে ৯ ডিসেম্বর সাড়া হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠান জমকালো না হলেও রিসিপশন হবে ধুমধাম করেই। নতুন বছর মার্চে রিসিপশন অনুষ্ঠানের কথা ভাবছেন সিরিয়ালের পরিচিত অভিনেতা গৌরব।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।