হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেত্রী সুজাতা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৫:০২
বিনোদন প্রতিবেদক:
হার্ট অ্যাটাক করে অস্তিত্ব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভর্তি হয়েছেন ষাটের দশকে চলচ্চিত্রের রূপবানখ্যাত অন্যতম কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রূপবান, ডাক বাবু, জরিনা সুন্দরী, কাঞ্চনমালা, আলিবাবা, বেঈমান, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি ।
এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে আজীবন সম্মাননা পেয়েছেন সুজাতা।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।