৮ জানুয়ারি হাইকোর্টে হাজিরার নির্দেশ কঙ্গনাকে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৭:২৮

বিনোদন প্রতিবেদক:

ধর্মীয় উস্কানিমূলক সোশ্যাল পোস্টের অভিযোগ উঠেছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোন রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে। মুম্বাইয়ের একটি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এর একটি প্রতিবেদনের সূত্রে জানা যায়, পুলিশ ৩ বার দেখা করার জন্য খবর পাঠালেও দেখা করেননি এ অভিনেত্রী। তাই আগামী ৮ জানুয়ারি হাজিরা দিতে কঙ্গনাকে নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

অন্যদিকে, কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য মুম্বাই হাইকোর্টে আবেদন করেছিলেন তারা। বিয়ের অনুষ্ঠানে থাকার কারণে থানায় দেখা করতে পারেননি বলে জানান তারা। কিন্তু বম্বে হাইকোর্ট এ মামলা তুলে নেয়নি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top