অর্জুন রামপালের ৪৮তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৩:০৭

বিনোদন প্রতিবেদক:

ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা অর্জুন রামপালের ৪৮তম জন্মদিন আজ। ১৯৭২ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন বলিউডের এই গুণী অভিনেতা।

২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগৎ এ তার অভিষেক হয়। তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তার সুন্দর অভিনয়ের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, অসম্ভব, ইয়াকিন, ওম শান্তি ওম, রক অন, হাউজফুল, রা ওয়ান, পিয়ার ইশক অর মোহাব্বাত, মোক্ষ, দিওয়ানাপানা, আঁখেঙ, বাঁধা, এলান, এক আজনবী, হামকো তুমসে পিয়ার হ্যায়, ডরনা জরুরী হ্যায়, কাভি আলবিদা না কেহনা ইত্যাদি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top